আমার চাই এমন একটি কমিউনিটি তৈরী করতে যার মাধ্যমে সকল উদ্যোক্তারা একে ওপরের সহযোগিতা নিতে পারে। আমরা যারা উদ্যোক্তা হতে চাই কিংবা যারা সফল উদ্যোক্তা হবার জন্য দিন রাত চেষ্টা করছি তাদের কিছু সমস্যা SOS খুঁজে বেরকরতে সক্ষম হয়েছে , যেমন অনেকে ব্যবসা শুরু করতে চায় তার কাছে ডিজিটাল স্কিল আছে কিন্তু তার কাছে প্রোডাক্টের রিসোর্স নেই , অনেকের কাছে প্রোডাক্টের রিসোর্স আছে কিন্তু তারা তাদের ব্যবসাকে কিভাবে ডিজিটাল ব্যাবসায় কনভার্ট করবে তা বুজতে পারেনা। আমাদের মূল কাজ এই ২ শ্ৰেণীৰ উদ্যোক্তাদের একে ওপরের সাথে যোগাযোক সৃস্টি করে দেওয়া। SOS এর মাধ্যমে যাদের কাছে প্রোডাক্ট আছে তারা যেন অন্যায় ব্র্যান্ড কিংবা নতুন উদ্যোক্তাদের সাথে নিজের প্রোডাক্ট কোলাভেশন করতে পারে , প্রোডাক্টের হোলসেল করতে পারে এবং যাদের কাছে প্রোডাক্ট নেই তারা যেন ঐসকল মার্চেন্ট অর্থাৎ যাদের কাছে প্রোডাক্ট আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের আফিলেশন এবং ড্রপসিপিং করতে পারে।
উদ্যোক্তাদের সামনে জটিলতা আসতেই পারে। মনে রাখবেন এই জটিলতা গুলো আপনাকে আগামীদিনে একজন সফল উদ্যোক্তা হতে সহযোগিতা করবে। কারণ যে উদ্যোক্তা যত বেশি জটিল সমস্যার সমাধান করবে। সে ততো বেশি এক্সপেরিয়েন্স পারসন হবে। একজন সফল উদ্যোক্তা হবার জন্য জটিল সমস্যা সমাধানের এক্সপেরিয়েন্স থাকা আবশ্যক।
ব্যাবসাইক সফলতা আসলে কিসের উপর নির্ভর করে ? সফলতা কি শুধু পণ্য বিক্রি করে মুনাফা অর্জনে নির্ভর ? নাকি এমন একটি পণ্য বা সার্ভিস খুঁজে বের করা যার মাধ্যমে আপনি ক্যাসমারের সমস্যা সমাধান করতে পারছেন ? যদি আপনি শুধু মাত্র পণ্য বিক্রি করতে চান তাহলে হয়তো আপনি পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি কাস্টমারের সমস্যা সমাধান নিয়ে কাজ করেন তাহলে ব্র্যান্ড তৈরী করতে পারবেন। আর যদি আপনি একবার ব্র্যান্ড তৈরী করতে পারেন এবং এই ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে পারেন তাহলে একটি ব্র্যান্ড আপনার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে। আমরা আপনার সেই ব্র্যান্ড তৈরির সহযোগী হতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ১০ হাজার সফল জিজিটাল উদ্যোক্তা তৈরী করতে চাই। যারা শুধু মাত্র বাংলাদেশেই না সারা বিশ্বে অনলাইনে ব্যাবসার মাধ্যমে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেবে।